পৌষ পার্বনে পিঠার আয়োজন
মুখরিত পাড়া-গাঁ
মামা-মামী এসেছে প্রবাস হতে
মুখ্য পৌষ মেলা,
আজ শত রকম পিঠার স্বাদে
সেজেছে বট রমনা;
পুলি পাটিসাপটা ভাপা।
সোনামনিরা হেথায় ফিরে পেয়েছে প্রাণ
গাঁয়ের আবহমান।

ভোরের পাখির সাথে সাথে
শীতে পা ভিজে শিশির-
শাল কোর্তা জড়িয়ে;
খেজুর রস তালের রস
আখের রসের চিনি গুড়-
সব বয়সের ভিন্ন আমেজের
বাহারি পিঠা পায়েস।



শুক্রবার
১৯ পৌষ, ১৪২১  
০২ জানুয়ারি, ২০১৫
১০ রবিউল আউয়াল, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ