তোমার ব্যবহারের মত আমার এত কিছু নেই
বি এম ডাব্লুউ, লেক্সাস, মারুতি-
আমার কাছে আকাশকুসুম, অলিক!
রেন্টাল কারে তুমি হয়ত চড়তে পারবে বছর-ছ'মাসে দু-এক বার,
তবে বাই-সাইকেলে ঘুরতে পারবে তুমি গুলশান বারিধারা বসুন্ধরা?

আমি পাঁচ তাঁরা হোটেলের সামন পর্যন্ত গিয়েছিলাম একদিন।
ফুটপাতে বসে সোলার স্ট্রিট লাইটের নিচে
মফিজ চাচার ফুচকা-চটপটি আমার স্বাচ্ছন্দ্য,
আর ব্যাংকক সিংগাপুরের মেগামলে শপিং করে তুমি অভ্যস্ত-
আমি বঙ্গ-বাজারে।    

পারবে তুমি; কুয়াশায় ভিজে হাঁটুজল কাদা পাড়ি দিয়ে
দুর্গাতু দাদার খবর নিতে- এখন কেমন আছে?
কয়েক বছর হয় অসুস্থ তার এখন বার্ধক্য,
টানাটানির সংসারে চিকিৎসা পরিচর্যা হয়না ঠিক ভাবে,
দাদু- দূরের হলেও নিয়মিত খোঁজ-খবর রাখা আমার কর্তব্য।

-ঢের পারবো!
পাড়া-গাঁও ঘুরতে আমার বেশ ভাল লাগে।


শনিবার
১২ অগ্রহায়ণ, ১৪২৩
২৬ নভেম্বর, ২০১৬
২৫ সফর, ১৪৩৮

ভালুকা, ময়মনসিংহ