এই গাছে হাজার পাখি সব বসে
ওই গাছে একটিও নাই
কিঁচিঁরমিঁচিঁর শোরগোল আওয়াজ
পাড়া-গাঁও হইচই।
বিনা নোটিশে কেটেছে ডাল
তাই তাতক্ষণিক সম্মেলন বিশাল
হঠ্যাত কেনো উচ্ছেদ আমাদের বাসা
গাছওয়ালা বিপক্ষে মানহানি মামলা।
পোকা মাকড় ওগাছে বাঁধুক বাসা
কুরে কুরে খাক কাঠ টোকরা
আমরা পাখিরা আর যাবোনা ওই গাছে
ঝড় বৃষ্টি খরা যতই আসুক পরে।
আমরা বাঁধব বাসা সেই সব গাছে
যিনি আমাদের ওয়াদা দেবে
বিনা কারনে- বিনা নোটিশে-
একটি পাতাও ঝড়াবেনা অকারনে।