চিকচিক করছে দরদ ভেজা কোমল নোলক,
প্রতিটি আঙুল যেনো গ্লোব,
পরেছো কি কাজল!
এলোমেলো চুলে ঢেকেছে চোখ যুগল।

বাস দুলছে- সিট দুলছে-
একই তালে দুলছো তুমি,
আমার কাঁধ তোমার ঘুমের ভূমি!

কোথায় তোমার স্টপেজ?
আমার জয়দেবপুর।

তোমার রিংটি আমায় নিশ্চিত দিতে পারো;
ডায়মন্ড-রুপা!

আমড়া লাইক; শসা, গাজর, আইসক্রিম,
ঝাল বুট, বাদাম, চকলেট!
রিংচিপ না গরম পাপ্পন?
আমের আঁচার, বড়ই না তেঁতুল?

ফেরিওয়ালার কাছে রেশমি চুরি আছে
বকুলের মালা, গোলাপি জামদানি
- তোমাকে মানাবে বেশ!

সেন্টমার্টিন কূয়াকাটা সমুদ্রসৈকতে আমি!
এমন সময় হট্যাত চোখ মূঁছতে- মূঁছতে-
নেমে গেলে তুমি সালনাব্রিজ।

তোমার ম্যাজেন্ডা সেই পেন্সিল হিলের যন্ত্রণা;
আমাকে-
আমার সমস্ত অস্তিত্ব, যাত্রাকে করেছে অনীল
এখন প্রচণ্ড হ্যাস্ত-ন্যাস্ত, ক্ষত-বিক্ষত।