মন আমার উথালপাথাল
কার জন্য পাগল?
চুলার ওপর ভাতের মার উথলে পড়ে যেমন
তোমার জন্য আমার মন আগুন দহন তেমন
সময় আর আমার চায় না যেতে
তুমি ফিরে আসবে কখন?
তোমায় ছাড়া বাজে না আর
আমার হাতের চুড়ি
তোমায় ছাড়া নাচে না আর
আমার পায়ের নুপুর,
সাজতে চায় না তোমার বেনারসি শাড়ি
পড়তে চায় না কপাল হাউশ করে টিপ-
অভিমানী বাঁকা ঠোঁট লিপষ্টিক।
পেচা হয়ে থাকে তোমার উপাধি চাঁদনি মুখ!
বুকের ভিতর করে শুধু উঁকি ঢুক ধুকধুক
কখন আসবে তুমি কখন পাবো আমি সুখ?