ঠিক নাই ঠিক নাই
কিছুই ঠিক নাই!
সড়ক পথ ঠিক নাই
দু'পাশের ড্রেন সক্রিয় নাই
সঠিক ডিভাইডার নাই
পর্যাপ্ত ফুট ওভার ব্রিজ নাই
ব্রিজে রীতিমত সদাই!
ফুটপাত দোকানে বোঝাই
রাস্তা পারাপারের মার্কিং নাই
পার্কিং এর নির্দিষ্ট স্থান নাই।
ঠিক নাই ঠিক নাই
কিছুই ঠিক নাই!
চালকের সিট বেল্ট আঁটা নাই
ইচ্ছে হলেই গাড়ি থামাই
ইচ্ছে হলেই গাড়ি ঘুরাই
যত্রতত্র যাত্রি উঠাই,
সিগনালের তোয়াক্কা নাই
গাড়ির ফিটনেস নাই
চালকের লাইসেন্স নাই
সহকারী প্রাপ্ত নাই
কোড থাকলেও ভাড়া ছিনতাই।
ঠিক নাই ঠিক নাই
কিছুই ঠিক নাই!
যাত্রীর ধৈর্য এক্কেবারে নাই
যেনো রাস্তা পাড় হলেই বেঁচে যাই
ফুট ব্রিজ ব্যবহার নিশ্চিত নাই,
যেখানে সেখানে গাড়িতে উঠতে চাই
যেখানে সেখানে নামতে চাই
না থামালে মারতে যাই,
হুড়োহুড়ি পারাপারি করে উঠে যাই।
নিজের মূল্য নিজেই যদি না দেই
তবে অন্যের কিছুই করার নাই।
ঠিক নাই ঠিক নাই
কিছুই ঠিক নাই!
আইন আছে প্রয়োগ নাই
পাঠ্য পুস্তকে ট্রাফিক অধ্যায় নাই।
দীর্ঘ মেয়াদি পরিকল্পনা কারোই নাই;
সড়ক পথের নাই
জল পথের নাই
রেল পথের নাই
যানবাহনের নাই
চালকের নাই,
যাত্রীর-ও নাই।
নিশ্চিত চাই নিশ্চিত চাই
সবার অংশ গ্রহণ নিশ্চিত চাই
সবার সচেতনতা নিশ্চিত চাই
সঠিক পরিকল্পনা নিশ্চিত চাই
পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন চাই,
প্রত্যেকের ট্রাফিক সিগনাল জানা চাই
প্রত্যেকের ট্রাফিক সিগনাল মানা চাই,
তবেই সড়ক নিরাপদ অবশ্যই।