আজ আর কোনো নেটওয়ার্কে হচ্ছেনা কাজ
বাংলালিঙ্ক রবি ওয়ারিদ গ্রামিণ সব ফেইল
শক্তি ধর ফাইবার অপটিক, সাবমেরিনেও না।

কেউ দিতে পারছেনা তাঁর কোনো রকম খবর
যদিও নিমিষেই স্কাইপি উইচ্যাটে কথোপকথন
তরতাজা; আমেরিকা কানাডা কাবা দৃশ্যমান।

এত ডাক! স্বজনদের পৃথিবী জুড়ে কান্নার রোল
সে-কি শুনতে পারছে! নাকি- পারছেনা
নাকি- শুনেও কথা বলছেনা!
সে খবরটাও কি কারো আছে জানা?

আজ যদিও জানাজানি মঙ্গল গ্রহের খবর
বসবাস শুরু সেথায় আর কিছু দিন পর।

অথচ তাঁর দূরত্ব মাত্র একটা বাঁশের জাকল
আর কলা পাতার ওপর কিছু ঝুরা মাটির ড্রেস।



০৯ বৈশাখ, ১৪২২
২২ এপ্রিল, ২০১৫
০২ রজব, ১৪৩৬

ভালুকা, ময়মনসিংহ