শান্তিকামী!
ওই মানুষগুলো
শান্তির পতাকা তলে
যারা গাইছে-
শান্তির গান।
তাদের জানিয়ে দাও;
শান্তি কোথায়ও নেই!
এই জগৎ সংসারে;
জন্ম মাত্রই-
অশান্তির সৃষ্টি।

রচনাঃ
৩১ কাত্তিক, ১৩৯৯
সাতার পাড়া, গাইবান্ধা