কি ভাবতে কি ভাবি আমি
আসল ভাবনা নাই
খোদার পথে হাটা ছাড়া শান্তি কোথাও নাই
দিনের কাজে না থাকলে মন
সেদিন রক্ষা নাই
মুনকিরনাকিরের সওয়াল এড়ানোর
সাধ্য কারো নাই।
দুনিয়া হলো মুসাফিরখানা-
দু'দিনের ঠিকানা,
দামী গাড়ি দামী বাড়ি সাথে যাবেনা
আমল ছাড়া আমলাদের ঠাই মিলবে না।
তাওহীদী শক্তি না থাকলে কবরের আযাব ঠাসা
দুনিয়াদারীর ছলচাতুরী সেদিন হবে সাজা
খোদার পথে থাকলে পরে আখেরাত সোজা
কষ্ট ছাড়া জীবন কারো হতে পারেনা খাসা।