মউত
- আনিছুর রহমান

মউত কোনো বিপদ মহাবিপদ নয়
মউত পয়গাম আতঙ্ক মহাআতঙ্ক নয়
মউত শুভ সংবাদ! শুভ যাত্রা!
শুভ্র সবুজ গালিচা স্নিগ্ধ সংবর্ধনা,
মউত পরবর্তী সুখ-শান্তি-সমৃদ্ধ মধুময় লগ্ন;
যে মুমিন মুত্তাকিন
যে খাটি ইমানদার
যার কলপ নম্র ভদ্র সত্য স্বচ্ছ,
তার জন্য অপেক্ষা করছে জান্নাত
যার তলদেশে নহর অবারিত ঝর্ণা
অপেক্ষা করছে স্তরে স্তরে ফিরিশতা
অপেক্ষায় আছে হুড়-হুড়বালা।

আর যে বিপরীত- তার জন্য;
মউত শুধু মহাবিপদ মহাআতঙ্ক নয়
মউত ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিস্ফুলিংগ আগ্নেয়গিরি
মউত মহাপ্রলয় ভূমিকম্প
-রিকটার স্কেলে অপরিমাপ যোগ্য।

মউত কোনো শোকাবহ শোকাহত দুঃসংবাদ নয়
মউত মানে দুঃখ-বেদনা সমবেদনা হারানো নয়,
কোনো অনাকাঙ্খিত অপ্রত্যাশিত ঘটনা দুর্ঘটনা নয়
মউত চিরাচরিত ধ্রুব,
মউত মানে পার্থিব জীবনের কর্মফলের পর্ব
মউত মানে অনন্ত জীবনের শুরু ...