পরের সুখে যে হতে পারেনা সুখি
হতভাগ্য সেই জন বড্ড জনম দুখি
তার সুখের ঘরে নিভে থাকে বাতি
হা-হুতাশ করেই মরে চাতক পাখি।
সরল অংকরে করলে যৌগিক
অজান্তেই হারায় জীবনের মৌলিক
ভুলের বেশি ঝুঁকি ঐচ্ছিক
কিছু হলেও কিছু দেয় বীজগণিত।
আষাঢ়ে বৃষ্টিতে ভেঁজা লাগেনা জমি
নদী নালা থৈথৈ- ব্যাঙের হৈচৈ-
নেট-চ্যাট, নকুল, চানাচুর, খই-
আবিষ্কার করল কে ত্রিশ পারা বই?