মশা তোর নষ্ট প্রাণ তোর প্রয়োজন দাফন
তুই হিংস্র, ধৃষ্টতা তোর স্বভাব,
কানের কাছে এসে করিস প্যানপ্যানানি আলাপ
তুই মানুষের ভেঙে দিস সুখ-নিদ্রা-স্বপন
তোর কারণে নিশ্বাস নেয় ঘরে মানুষ বিষ
তোর কারণে বিঘ্ন ঘটে শিশুর স্বাভাবিক দৈহিক
যত্রতত্র তুই বিস্তার করিস ম্যালেরিয়া টাইফয়েড
অফিস কাজেও বিরক্তকর তুই হানা দিস -ইশ!
পাহাড়সম বিশালতম অভিশপ্ত তোর জীবন;
তোর বিরুদ্ধে সকল প্রাণীর শুধুই অভিযোগ
তোর কারণেই বানায় মানুষ নিজেই নিজের জেল
নামাজও মানিসনা তুই হুল ফোটাস যখন তখন
তোর কারণে লাঘব হয় মোরদার গোর আজাব।