আমি ফুল বিকাতে এসেছি গো- ফুল
নরম কোমল টলটলে সবুজ শুভ্র ফুল
কেউ নেবে নাকি- কেউ নেবে?
একটাই আছে গো- একটাই!
কেউ নেবে?
ফুলের বিনিময়ে মন চেয়েছি গো- মন
একটা সাদা মন
একটা সরল মন
একটা কচিকাঁচা মন
কেউ দেবে নাকি কেউ দেবে?
দিলে-নিলে বাইরে এসো গো- বাইরে,
আমি তোমার উঠানে
ফেরি সেজে রংধনু হাতে বকুল নিচে।
ফুল নেবে গো- ফুল নেবে- ফুল
হাজার বর্ণের একটা মন ফুল;
হৃদয় ফুল
প্রথম ফুল
বিদায় ফুল!
কেউ আছো গো- কেউ আছো?
হাজারটা নয় গো- লক্ষ নয়, কোটি নয়,
শুধুমাত্র একটা শুধুমাত্র একটা
এর আর দ্বিতীয় হয়না।
কেউ জানো গো- কেউ জানো
কোঁথায় গোরস্থান?
না গো না- তুমি যেওনা
এই যে আমি এখুনি আসছি,
যদি গোরস্থানে যেতে হয়
তবে দু'জনেই একসাথে।
মঙ্গল বার
২৯ ফাল্গুন ১৪২৪
১৩ মার্চ ২০১৮
২৪ জমাদিউসসানি ১৪৩৯
ভালুকা, ময়মনসিংহ।