তুমি আমার কেবিনেট মন্ত্রী
তুমি সেক্রেটারি
চলার পথে সময় অসময়
গরম খবরদারি।
তুমি আমার বীজতলা
তুমি সুফলা;
আউশ আমন ইরি বোরো
কদবেল কমলা।
তুমি আমার সাগর মহাসাগর
তুমি উপত্যাকা,
হৃদয় একক বন্ধনে বাঁধা
সরল শুভেচ্ছা।
তুমি আমার হাইকোর্ট
তুমি হৃদপিণ্ড
তুমি রুপের রুপ নগর
তুমি আমার মহানান্দ।