তোমার স্মৃতিগুলো এখনও হেটে বেড়ায়
আমার হৃদয় আঙিনায়
মাঝে মধ্যেই কালবৈশাখী ঝড় তোলে
যখন আনমনে বসে থাকি বাতায়নে
যখন হিসাব মিলাতে পারিনা
আমি কি সেই ছেলে
যে ছিলাম অবাঞ্ছিত তোমার প্রেমের জন্য
কার জন্য হয়েছিল কার জন্ম!
এই গ্রহ উপগ্রহ দেখার কথা ছিলো তোমার কার সাথে
এই চাঁদনি রাতটা আজ বড্ড মলিন তোমার কারনে।
মহাকাশে উড়াল দেবো ভাবছি...
এবার কাকে রাখবো সাথে; তোমাকে না অজানা সমুদ্রের জলরাশি!
আচ্ছা! মহাকাশে কি জলরাশি আছে? তাই তো নিশ্চিত জানিনা।
জল যদি না থাকে তবে বাঁচবো কি করে?
না থাকলেই বা কি!
আমি তো বেচে থেকেও মরে গেছি।
ঠিকই একদিন আবিস্কারক নিশ্চিত করে ইথারে ঘোষণা দেবে
জলের অস্তিত্ব আছে কি নাই
- সময়ের ব্যাপার।
তবে আমি আজই সেই মহাকাশের দিব্বি দিয়ে ঘোষণা দিতি পারি
কোনোদিনই তোমাদের আবিষ্কার করা সম্ভব নয়
সে যত বড় বিজ্ঞানী-ই হোক না কেনো।