আমায় তুমি দাও হে খোদা এমন রহমত
বিলিয়ে যেনো করতে পারি মানুষের খেদমত,
আমায় তুমি দাও হে খোদা তাকওয়া হিম্মত
মানুষেরে যেনো ফিরিস্তা ভাবি গাই না গীবত।
কাউকে ঠকিয়ে আমি জিততে চাইনা,
হইতে চাইনা বীর!
যদি কাউকে ঠকতেই হয়;
তবে তা আমার শির।
আমায় তুমি দাও হে খোদা আরও রহমত
আমি যেনো করতে পারি কাবার খেদমত
আমি যেনো করতে পারি মাসজিদে নব্-বি জিয়ারত,
এসব যদি নসিবে আমার না থাকে লেখা;
সদ্য হাজীদের সাথে আমার পাপী হাতের মাসহাবা-
লেগে আছে যাদের পায়ে সাফা-মারওয়ার ধূলিকণা।
আমায় তুমি দাও হে খোদা কিঞ্চিৎ হিম্মত
পশুত্ব যেনো মনুষত্ব মুহম্মদের খাটি উম্মত
আমায় তুমি দাও হে খোদা পূর্ণ নেয়ামত
সদা করি যেনো একমাত্র তোমার ইবাদত।