নিরপেক্ষ দাঁড়িয়ে ভেবে বলো দেখি
কে বেশি দায়ী; লবণ না চিনি?
সুজিতে ঘি- হালুয়ায় লংকা মিসরি।
হৃদয়ের কথাগুলি হৃদয়েই গড়াগড়ি
নিজের ভিতরে নিজেরই মহাক্ষতি
অপরিবর্তিত আহ্নিক-বার্ষিক গতি।
মেঘের সাথে কিরনের চির লুকোচুরি
নীলাকাশে প্রজাপতির উড়াউড়ি,
নদীর চরে বলাকা শালিকের সাথে
ডাহুক-ডাহুকের হয়না মাতামাতি।
নিরালায় চাঁদকে অভিযোগ করো দেখি
আঁধারের মাঝে কেনো তারার জ্যোতি
সাগরের গভীরে পান্না হিরক চূন্নি!
কলুষতাকে ধাক্কা দিয়ে এগোয় সম্মুখে
গাদা বাঁধা বকুল বৃষ্টি ঝর্ণা অনুকুলে।
০১ জ্যৈষ্ঠ, ১৪২৫
১৫ মে, ২০১৮
২৮ শাবান, ১৪৩৯
গাজীপুর, ঢাকা।