ঘুমটুম নাই কোনো চক্ষু কোণে
বিরহ বেদনা ব্যথা কাঁদে সুখে
তেলাপোকা হাঁটে হাতির পিঠে
ট্রাম চলে রসিক সাগর জলে।
টিংটং টিংটং মায়াবীর ঘরে
বিরাশি যদিও -মুচকি হাসে
বাসর তার বাইশের সাথে,
চাঁদ রইল ঝুলে মধ্য-আসমানে
নামা হলোনা আর জমিনের বুকে।
রায় হলো চৈত্রের ভাদ্র মাসে
সারেতিন গিরা রশি কূয়াশার হাতে
তুষার নামলো আগুন ফাগুন মাসে,
কুড়ানো হলোনা তাই আর বকুল
গর্ভপাতের আগে ঝড়ল মূকুল।