করোনার ভেতর বসবাস
করোনার ভেতর চাষবাস
করোনার ফলন অধিক অধিক বাম্পার!
লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু-আক্রান্ত!
দ্রুত ছড়াচ্ছে একজন থেকে আর একজন
কে কাকে করছে নিয়ন্ত্রণ;
করোনা রাষ্ট্রকে না রাষ্ট্র করোনাকে?
খোলা অফিস-আদালত
খোলা ব্যবসা প্রতিষ্ঠান
খোলা পুরোদমে বিপনি বিতান
চলছে গাড়ি- চলছেনা গাড়ি,
রাস্তায় দম আটকানো জ্যাম
প্রশাসন আর জনগনে কারচুপি-লুকোচুরি!
ওপরে ওপরে লকডাউন
তলে তলে সবই উদাম!
কাঁচা বাজারে উপসে পড়া ভীড়
বিয়ের আসরও জমজমাট।
করোনার সাথে এখন আর যুদ্ধ হচ্ছেনা -হচ্ছে মিতালি,
এখন যুদ্ধ হচ্ছে হিংসার
এখন যুদ্ধ হচ্ছে আরও বড় হওয়ার
এখন যুদ্ধ হচ্ছে উন্নয়নের -বাঁচার জন্য নয়।
করোনার সাথে এখন আর যুদ্ধ হচ্ছেনা -হচ্ছে করমর্দন, হচ্ছে আঁতাত,
মরণের পরে যুদ্ধ হবে করোনার সাথে -ওপারে।
উৎপাদন হচ্ছে পণ্য, হচ্ছে বাজারজাত,
গুণিতক হারে ছড়াচ্ছে করোনা, পাল্লা দিয়ে।
আহাঃ কি মজা! কি মজা!
রপ্তানি হচ্ছে পণ্য আমদানি হচ্ছে করোনা-
অর্থনীতির চাকা চাংগা
গোল্লায় যাক চিকিৎসা ব্যবস্থা।
মানুষ নিয়ে খেলা
জীবন নিয়ে খেলা
মরণ নিয়ে খেলা
লাশের সংখ্যা নিয়ে খেলা
রুগি নিয়ে হেলা
কোয়ারান্টাইন নিয়ে প্যারা
চিকিৎসক নিয়ে উপহাস।
আহাঃ কি মজা! কি মজা!
কারখানা খোলা, দোকানপাট খোলা, বন্ধ সাধারণ চিকিৎসা সেবা।
জ্বলছে ইটের ভাটা, গাছ হচ্ছে সাবাড় আরও উঁচু হচ্ছে অট্টালিকা।
মানুষ মরলে মরুক!
আমার অর্থ চাই
আমার বিত্ত চাই
সমাজে আমার প্রতিষ্ঠা চাই
লোকে আমায় বিশ্ব জুড়ে চিনুক।
দেদারসে চুরি হচ্ছে করোনার চাল, চিনি, আটা
সারা জীবন শুনে এসেছি মানুষ তেল দেয়;
তেলে মাথায় তেল দেয়
বসকে তেল দেয়
গুরুকে তেল দেয়
ওস্তাদকে তেল দেয়
আর এখন দেখছি তেল চুরি হয়
করোনার তেল চুরি হয়
বিছানা খাটের নিচে পাওয়া যায়।
করোনা এখনও এদের করতে পারলোনা কাবু
এরা করোনার চেয়ে শক্তিশালী
এরা পরকাল সন্মন্ধে অবিশ্বাসি
এরা কবর সন্মন্ধে উদাসীন
এরা মৃত্যুঞ্জয়ী
এরা উন্মাদ
এরা মানুষ নামের জানোয়ার
এরা হিংস্র পশু
এরা শকুন
এরা দাবানল
এরা অগ্নিস্ফুলিঙ্গ
এরা রাজাকার
এরা আলবদর
এরা আলশামস।
"করোনার ভেতর বসবাস"
এই লাইনটার উদ্ভাবক প্রকৌশলী এম এইচ শরিফ এবং অনুপ্রেরণা দাতা তাই এই লেখাটি তার নামেই উৎসর্গ করলাম।