হে চন্দ্র হে সূর্য কে তোমার রব
তুমি কার কর উপাসনা
তুমি কার হুকুমে ওঠ ডোব
কার তপস্যায় থাকো মগ্ন -
কে তোমার সৃষ্টিকর্তা?
হে পাহাড় হে সাগর হে আকাশ হে বাতাস
তুমি কারে কর সিজদা
তুমি কারে মানো প্রভু।
হে মেঘ হে বৃষ্টি হে ভূমিকম্প
তুমি কার ইশারায় শীতল হও
কার ইশারায় কর লন্ডপণ্ড
তুমি কার অনুগত, কারে কর একান্ত মান্য গন্য-
হে জোয়ার হে ভাটা কে তোমার বিধাতা?
হে মাটি;
তুমি আমার চৌদ্দ পুরুষের ঘাম ঝরানো কেনা সম্পত্তি
তোমার বুকে আমি ইচ্ছে মতন ফসল ফলাই
তোমাকে আমি ইচ্ছে মতন সাজাই
তোমাকে রাখি; উর্বর তাজা সতেজ
অথচ মরণের পর যখন তোমার কোলে আমি শুই
তখন তুমি আর আমাকে একদম চেনোনা
আমার হাড়গোর মুচড়ে কর একাকার।
তবে তুমি পালন কর একমাত্র কার খবরদারি?