যে আছো ঘরে বসে সে বাহিরে বেড়িয়ে এসো
মনের আঁখি খুলে দেখো চারিদিকে মধুর রৌদ্র
স্বপ্নের চেয়েও সুন্দর আমার দেশের দৃশ্য।
অপার সম্ভাবনাময় অভাবনীয় অনন্য-
অপরাজিত, অদম্য, আমার দেশ অপ্রতিরোধ্য-
এই দেশের ঘাসে যে অপরুপ ফুল ফুটে
তা হন্যে হয়েও খুঁজে পাওয়া যায়না অন্য দেশে।
কালের ব্যবধানে এই দেশে গাছের রঙ বদলায়
সবুজের সমারোহ অপলক মন কেড়ে নেয়
পাখির কলরবে বিরহী মন ভালো হয়ে যায়
নদীর কলতানে হারানো প্রেম আরো মুগ্ধ হয়।
মাটির উর্বরতার মত বেবাক মানুষের মন
সুখদুঃখ ভাগাভাগি করে একে অন্যজন
তাদের কাছে যেনো যাদুর সিন্দুক আছে
যাই ফলায় দুই হাতে সোনা-মুক্তা হয়ে হাসে।
এই দেশের বৈরি হাওয়া কখনো বৈরি নয়
ভবিষ্যত সুফলের শুভেচ্ছা বার্তা শোনায়
এই দেশে বসবাস করা নরক কখনো নয়
যেনো অবলীলায় স্বর্গের নমুনা পাওয়া যায়।