যতই আমি রঙিলা ভায়া বয়স আমার বাড়ছে না
মাথার চুল মুখের দাড়ি কভু যে তা মানছে না
পাকা চুল আর টাক কোনো ভাবেই ঢাকছে না
দাতের গোড়া নড় ভরে- হাড় চিবুতে ভয়
লেখাপড়া দূরের দেখা চশমা ছাড়া আর নয়।
নামীদামী প্রসাধনীতে কিশোর ফিরে আসছে না
কুঁচকে যাওয়া চোখের নিচ টানটান আর লাগছে না
স্মৃতি গুলো এলোমেলো সঠিক মনে পড়ছে না
সংঘ-সাথী ছিলো যারা অনেকে আজ নাই তারা।
মনের ভুলে স্মরণ খুলে আচমকা ভালো লাগছে না
মনের শক্তি আর গোড়ার শক্তি একসাথে পথ হাটছে না
দুই হাতের দুই হাতের তালুর শব্দ ফুটে উঠছে না।
যতই পরছি রঙিন কাপড়
তবুও নাই ঘোড়ার চাদর
এক পা এগোলে দুই পা পিছায় তিন পা এগোলে পাঁচ
জীবন একটা টুকরো কাচ ভেংগে গেলে সবই শেষ।