সময় তোমায় করে হেলা ফেলা
বিয়োগ হাতে ফিরলাম গন্তব্যে সন্ধ্যা বেলা
পার্থিব জীবন একটা শিশির বিন্দু মরিচিকা
কখন কোথায় হারায় কুল কিনারা-
জেনেও মানিনা যে তার মালিকানা।
সারা জীবন ছুটলাম যার পিছে
বিপদে তাকে লাগলোনা কোনো কাজে
তার কারনে বিপদ আরো আঁকড়ে ধরে।
জীবন একটা ঝরাপাতা
গাছে থাকলে ফুল-ফলের আহার নালা
মাটিতে পড়ে গেলে ময়লা আবর্জনা।