আমার হয়েছে যত জ্বালা
যাকে করতে চাই মনের দোলা
সে যে অন্য ডাল পালা
টসটসে মুখখানা হঠ্যাৎ কালা,
দিলে বলে হাতের বালা
মনে রাখতে পারিনা! দিলা কি না দিলা
আমি নাকি উদাসি আমি নাকি প্রজাপতি
ফুলান্তরে করি ওড়াওড়ি।
শীত বসন্ত শরৎ ভালো লাগেনা তার-
ভালো লাগে ঝড় হাওয়া,
কাল বৈশাখী,
আগুন নাকি তার কাছে চাঁদের জ্যোতি!
বর্ষা; সুখ-শান্তি-প্রশান্তি।
আমার যত ভয়ানক জ্বালা
হাচা কথা কইলে ভাবে হাবাগোবা
আটকে রাখতে কয় আমাকে
আমারি ঘরের দরজা জানালা,
দিয়ে রাখতে কয় আমায় ছয় দানা তালা
কোনো কারনেই যেনো হয়না খোলা
দোলা যেনো হয় ভোলা
এখন সে চাবির মালিক -আচমকা জ্বালা।