প্যাঁক প্যাঁক করে ডাকছে হাঁস
মাছ উড়ছে তার চারপাশ
সেচ দিচ্ছে জমির চাষি
চৈত্র মাসে টুই টুম্বর দীঘি।

ব্যাঙ ভাবছে আষাঢ় মাস
ঘ্যাঙর ঘ্যাঙর সার্কাস!
মাছরাঙ্গা সেই খবর পেয়ে
তিড়িংবিড়িং কচুরি ডাল।

দিঘীর ধাঁরের শিমুল গাছ
ফুল ও ফল ছড়াচ্ছে সুবাস
নানান রঙয়ের টিয়ে পাখি
মগডাল কেড়েছে বেবাক আঁখি।

দর্শনার্থীর ছিলনা জানা
পায়ের নিচে পিঁপড়া বাসা
দূর্বাঘাসে ছিল ঢাকা
মুগ্ধ মুখগুলো হঠ্যাত বাঁকা।

লাল পিঁপড়ে লাল করেছে
নাভি-নুনু কামড় দুপুরে!
সকলে তাই দিচ্ছে দৌড়
পিঁপড়ে যেন হাতীর শুঁড়।


রবিবার
২০ ফাল্গুন ১৪২৪
০৪ মার্চ ২০১৮
১৫ জমাদিউস সানি ১৪৩৯
ভালুকা, ময়মনসিংহ।