তোমার প্রেম বোঝার সময় হয়ত আমার এখনও হয়নি
তাই তোমার ভালোবাসার ল্যাপ্টা আঁচর এখনও আমি পাইনি
হয়ত তোমার ভালোলাগার কানাকড়ির আশেপাশেও যাইনি,
তোমার চাঁদের হাটের আমি এক অতি নগণ্য ক্ষুদ্র উদ্যোক্তা
রাত পোহানের আগে তাই তোমার হাসির জন্য আমার এত ব্যস্ততা।
তোমার পথের আমি হয়ত একটা নাছোড় বিষ ফোঁড়া
নয়ত কেনো আমি তোমার নির্লজ্জ অবহেলার আশা।
তোমার হাওয়ায় উড়বার ঘুড়ি আমি হয়ত এখনও হইনি
তাই তোমার ওই আলতো হাতের ছোঁয়া আজও আমি পাইনি
আমি তোমার সক্কাল বেলার হয়ত এক ফোঁটা শিশির কুয়াশা
তাই ইচ্ছে করলেই খুলতে পারছিনা আমি তোমার মনের দরজা।
টিয়ে বুলবুলি বুঝেও যদি না বোঝে লাল মরিচ ময়নার পাওনা
সূর্যের কিরণ তবে কি অধরা নীল চাঁদকে কিছুই ধার দেয়না?