প্রজাপতির মন ভুলানো বাহারি ডানা আছে তা আমি জানি
ফড়িংয়ের স্বচ্ছ ঝাপটা পাখা আছে তাও আমি জানি
তবে তুমি হাসলে যে একঝাক বলাকা ওড়ে
তা আমার ছিলোনা জানা।
কাকের গায়ের রং কালো তা আমি জানি
কোকিলের মধুর কণ্ঠে জেগে ওঠে প্রেম তাও আমি জানি
তবে তোমার কালো বর্ণে কালো চোখের মনি এত যে মায়াবী
তা আমি জানতাম না।
ভ্রমরের হুলে বিষ আছে তা আমি জানি
সর্প দংশিলে ওযার স্পশে সুস্থ হয় তাও আমি জানি
তবে তুমি মন খারাপ করলে সেই দিনটাই যে হয় পোড়া মাটি
তা আমার ছিলোনা জানা।
মেঘ করলে খানিক পরে কমবেশী রোদ ওঠে তা আমি জানি
রাত্রি কালে তারাগুলো মেঘের ফাঁকে ঝিলিমিলি করে তা আমি দেখেছি
তবে তোমার চোখে একফোঁটা জল দেখলে আমার হৃদয় যে হয় ক্ষত বিক্ষত হ্রদ
তা আগে কখনো অনুভব করিনি।
আকাশে রঙধনু উঠলে কেউ দেখে হয়ত কেউ জেনেও দেখেনা
পূর্ণিমার রাত সব ঋতুতে সমান সমাদৃত হয়না
তবে তুমি হাঁটলে বাবলা শাপলা বট বকুল শিমুলের
কারো এক রত্তি নজর ফেরেনা।