হে রাহমান
- আনিছুর রহমান
পাপাচারে ভরে গেছে জীবন আমার
খোদা হে- ক্ষমা কর; তুমি যে অসীম অপার
তুমি যে রাহিম- তুমি যে রাহমান,
তোমার দয়া সদা সকল বান্দার ওপর
তুমি কখনো করনা কারো প্রতি একবিন্দু অবিচার
তোমার নেয়ামত ছাড়া সব যে অন্ধকার।
ভুলে ভুলে ভরে আছে আমার আমলনামা
কবরে যেয়ে কি জবাব দেবো নাই তা আমার জানা
জীবনে কত খেয়েছি আমি হারাম খানা,
কি করে বলি দিওনা ফিরে আমার হাত দু’খানা
আযান শুনেও আমি পড়িনি অনেক নামায
আনন্দে উল্লাসে ভেবেছিলাম; এই দুনিয়াই সব
ইংলিশ শিখেছি বাংলা শিখেছি, শিখিনি আল কোরাণ।
তবুও তোমার কাছে আমার আরজি আজ
মাফ করে দাও হে খোদা সারা জীবনের যত পাপ,
বাকীটুকু যেন চলতে পারি তোমার হাবিবের পথে
ভিক্ষুকরে কি করে দেবে তুমি ফিরে;
যে এখন তোমার ঘরে।