তুমি যে বাগানের ফুল
আমি সেই বাগানের ভ্রমর
তুমি যে নদীর কুল
আমি সেই নদীর কিনার।
তুমি যে আকাশের তারা
আমি সেই আকাশের কায়া,
তোমার যত প্রেম মায়া
আমার তত সুপ্ত ছায়া।
তোমার কিছু যদি নকল
তবু আমার নিবেদন আসল
তুমি যে জমির ফসল-
আমার শ্রদ্ধা সেথায় সকল।
তুমি যে ডালের পাখি
আমি সেথায় রাখি আঁখি,
উড়াল দিয়ে গেলেও তুমি
দিতে পারবেনা ফাঁকি।