দায় যদি তুমি নাই নেবে
ট্যাক্স কেনো তবে নিলে
লক্ষ প্রাণের বিনিময়ে উপহাসই দিলে
বস্ত্রহরণ করে হলেও ভ্যাট ঠিকই নিলে।

ফিরিয়ে দাও আমার রেমিট্যান্স
ফিরিয়ে দাও আমার চৌদ্দপুরুষের জাত
ফিরিয়ে দাও আমার তৃণমূল ঐতিহ্য
ফিরিয়ে দাও আমার হাফ ছারা অহংকার
ফিরিয়ে দাও আমার লাঙলের ফলা
ফিরিয়ে দাও আমার মেশিনের সূচ
ফিরিয়ে দাও আমার চটকা জাল
ফিরিয়ে দাও আমার আসক্ত তাত
ফিরিয়ে দাও আমার সোনালী আঁশ
ফিরিয়ে দাও আমার চামড়া শিল্প।

অন্ন যদি তুমি নাই দেবে
বর্ণহীন কেনো তবে করলে
বিড়ি-সিগারেট বন্ধ করে
কৌশলে আফিম ধরিয়ে দিলে।

দুধের বাটিতে তুমি ঢেলে দিলি বিষ
মধুর কৌটায় মুত!
জাতিকে কাল তুমি কি জবাব দেবে
আজ থেকেই লেখো ডায়েরি।


২৫ শ্রাবণ, ১৪২৭
০৯ আগষ্ট, ২০২০
১৯ জিলহজ্জ, ১৪৪১
ভালুকা, ময়মনসিংহ।