আকাশে নীল মেঘ দেখলে চাঁদ ভাবি আমি তোমাকে
এই বুঝি এলে তুমি আমার কুড়েঁ ঘরে
সাগরের কাছাকাছি যেয়ে চেয়ে থাকি অবাক হয়ে
তুমি নও আমার সীমানায়- তুমি সাগরেরও ওপারে।
বাতাসে সুর শুনে খুঁজে আমি তোমাকে
এই বুঝি এসেছো তুমি আমার অনেক অনেক কাছে
আশেপাশে চেয়ে দেখি; না- এ আমার অলিক ভাবনা
তুমি যে আজ আর আমাকেই চেনো না।
স্বার্থের সাথে সন্ধি করে তুমি গেছো অতীত ভুলে
ভুলে গেছো চিরতরে আমায় নিয়ে যা ভেবেছিলে!
তবে আর কি হবে তোমার স্মৃতিগুলো জীয়ে রেখে
আমার হারানো সময় আমায় এখন দাও ফিরিয়ে।