বাসের জন্য দাঁড়িয়ে ছিলে তুমি সাথে ছিলো আর একজন কেউ
দাদী কিংবা নানী হয়ত হতে পারে তোমার মা-খালা
তবে তোমার চাহনি স্পষ্ট বলছিলো তুমি কুমারী!
ঠিকঠাক আমি খেয়াল করেছিলাম তুমি আমার দিকে চাওনি তুমি খুঁজছিলে এদিক ওদিক অন্য কাউকে।

ব্যস্ততা ছিলো আমার অপরিবর্তনীয়; আমার মায়ের জন্য ততক্ষনাত দাঁড়াতে পারি নাই তাই!
অসম্ভব ভালো লেগেছিল তোমায় যদিও এক পলকও হয়নি দেখা শেষ
তোমার চোখ একটুও পড়েনি আমার চোখে, আমার দিকে -
তবুও আমার কাছে তোমার আমার ভালোবাসার হয়ে গেছে বন্ধন।

তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে পাওয়ার জন্য নয়
তোমাকে নিয়ে যেখানে সেখানে ঘুরাঘুরির জন্য নয়
তোমাকে নিয়ে কোনোদিনই নিরুদ্দেশ হওয়ার জন্য নয়
তোমার প্রতি আমার ভালোবাসা আড়ালে আবডালে আড্ডা দেওয়ার জন্য নয়
কিংবা তোমাকে নিয়ে একদিন একটা সিনেমা দেখার জন্য নয় -
এমনকি তোমার সাথে একদিন একটা কথা বলার জন্যও নয়।

তোমাকে নিয়ে আমার ভালোবাসা ঠিক যেনো নদী আর খেয়াঘাটের মাঝির মত
তোমাকে নিয়ে আমার ভালোবাসা ফুটন্ত ফুল বাগান আর মালীর মত
তোমাকে নিয়ে আমার ভালোবাসা ছিলো শুধু দূর থেকে আর একবার দেখার জন্য।

সোমবার
০১ চৈত্র '১৪২৭
১৫ মার্চ '২০২১
০১ শাবান '১৪৪২
সাহিন রেস্টুরেন্ট, জামিরদিয়া মাষ্টারবাড়ি, ভালুকা, ময়মনসিংহ।