চাষার দুঃখ বারো মাস পায়না ঘি-র স্বাদ
বৃষ্টিতে বাদুড়চোষা- রোদ্রে কাক নাদ,  
শিয়াল মরা শীতে চারা-বীজ ক্ষেতে
কূয়াশা মারে তারা বেলা ওঠার আগে।

মাথার ঘাম জমিন বয়ে যে ফসল তোলে
তা কি তারা ব্যাড়ে রাখতে পারে
তা কি তারা ভোগ করতে পারে;
জলপরা আধাপেটে আর্ধেক মাস কাঁটে
কিষাণীর সাধ- আহ্লাদ শিকেয় রয় ঝুলে।  

ফাঁটা বাঁশ!
সোনা দামে বীজ কিনে লোহা দামে বেচে
মাঝ পথে আড়ৎদার মোছে তেল ঢালে
এই দামে দিলে দে- তা না হলে ড্রেনে!  

তালি জামা গায়ে চেপে আত্নিয় বাড়ি হাঁটে
সাহেব বাবু ঘুরে ঘুরে মজা করে কেনে-
চাষা ভাই সে ঘ্রাণ কভূ কি নিতে পারে!
তবু তারা খাসা মনে সাচ্চা ফসল ফলায়
তবু তারা প্রাণ পণে সবার খাদ্য জোগায়।



শনিবার
২০ জৈষ্ঠ, ১৪২৪
০৩ জুন, ২০১৭
০৬ রমজান, ১৪৩৮

ভালুকা, ময়মনসিংহ