যে চিতায়
আমি এতদিন জ্বললাম!
সে চিতায়
তুমি এখন একটু জ্বলে দেখ;
কত প্রখর দগ্ধময়!
সে সময়গুলো।
কিভাবে খসে পড়ে
একটা জীবনের গ্রহ নক্ষত্র
লেলিহান শিখায়;
হৃদয় পুড়ে পুড়ে
অনিমেষ হাজার ছারখার।


রচনাঃ
০৬ অগ্রহায়ণ, ১৩৯৯
সাতার পাড়া, গাইবান্ধা