কোনো একদিন যদি পাই তোমায়
ভালোবাসার বেড়ি পড়াব তোমার পায়
নুপুর বেঁধে দেবো আমার এই দুষ্ট হাতে
রুমঝুম রুমঝুম যা বাজছে এই হৃদয় পটে।

কোনো একদিন যদি পাই তোমায়
মেহেদি পড়াব তোমার কোমল হাতের কোনায়
মধ্যখানে ছোট্ট করে লিখে দেবো নাম
যেন ভাবতে পারোনা কখনও আমায় বাম।

কোনো একদিন যদি পাই তোমায়
শেফালির মালা পড়াব তোমার গলায়
নোলকে পড়াব বড়ই ফুল
খোঁপায় বেঁধে দেবো সোহাগি হাসনাহেনা।

কোনো একদিন যদি পাই তোমায়
স্রোতে গা ভাসাবো সেদিন তোমার ইচ্ছেয়
হাঁটমুখি মানুষ যেন ভুলে যায় খরচ
বটের দোলনার দুলবার বাড়ে যেন গরচ।

কোনো একদিন যদি পাই তোমায়
গোমটা পড়াব তোমার মায়াবি চাঁদ মুখটায়
কপালে এঁকে দেবো আলতো স্বরলিপি টিপ
কভু যেন নেভেনা কারো অমর প্রদীপ।  


বুধবার
০৯ অগ্রহায়ণ, ১৪২৩
২৩ নভেম্বর, ২০১৬
২২ সফর, ১৪৩৮

ভালুকা, ময়মনসিংহ