রাসুলে প্রিয় রওজা মোবারকে
সারা উম্মতের বোঝা কাঁধে নিয়ে
অঝরে কাঁদছ দিনে রাত,
শেষ বিচার দিন;
আমার উম্মতের কী হবে?
তবু আমরা গোমরাহিতে
ভুলে আছি তোমাকে
হাঁটছিনা তোমার শান্তির পথে
বুঝছিনা তোমার ইসলামকে
স্বর্গ যে সেথায় লুকিয়ে আছে।
তুমি সকল নবিদের সর্দার
তুমি দু’জাহানের কাণ্ডারি,
তোমার ছিল না একতিল অহংকার
তুমি যে উম্মত প্রেমি;
শত্রু একপাশে করলে আঘাত
তুমি দিতে পেতে অন্যপাশ।
ফরিয়াদ করতে খোদার কাছে
রহমত দাও রাহিম আমার উম্মতে
রক্ষা করো তাদের বিপদ থেকে,
তোমার বান্দারা না থাকলে
প্রচার করব আমি কার কাছে;
তোমার মহান দ্বীন ইসলামকে।