দয়া করো খোদা, দয়া করো খোদা
দিন দিন বাড়ছে আমার পাপের বোঝা
তোমার সাথে আজও আমি করি ছলনা
মনে মনে ভাবি আমি কেউ জানেনা!
তোমার সাথে হরহামেশাই প্রতারণা
হালাল হারাম আজও আমি মানিনা।

লোভ-লালোসায়, দুনিয়ার মায়ায়
নির্যাতন নিপীড়ন করতেও আমি ছাড়িনা
আখেরাতের কথা আমি মাঝেমধ্যে ভাবিনা
কথা দিয়ে আমি কথা রাখতে পারিনা;
মসজিদের দানে আমার যত বাহানা
যাকাত দিতে কত কৃপণতা -
হজ ফরজ হলেও নানান তালবাহানা।

দয়া করো খোদা, দয়া করো খোদা
তুমি ছাড়া আর কার কাছে চাবো আমি ক্ষমা
তুমি তো জানো এ মনের হাজার বেদনা
আমার যে বন্ধ এখন সব দরজা জানালা।
আমি মহাপাপী, আমি অসহায়
আমি ভিক্ষুক তোমার রহমতের দরজায়
আমায় তুমি ক্ষমা করে দাও
হে দয়াময় তোমার অসীম করুণায়।

শানিবার
২৭ জৈষ্ঠ্য '১৪৩০
১০ জুন '২০২৩
২০ জ্বিলক্বাদ '১৪৪৪

ভোলাইল, নারায়ণগঞ্জ।