দে তাড়া দে
- আনিছুর রহমান
দে তাড়া দে হাত বেড়ে দে
অনাথ দুখীর মাঝে
শীতে যদি মারা যায় কেউ
জবাব দিতে হবে।
অনাহারে থাকলে ভিক্ষুক
খোদার আরশ কাঁপে
উচ্চবিত্ত হলে তুই
ধরাশায়ী আগে,
তোর পরনে কোর্ট-প্যান্ট
তবু ওরা ন্যাংটা ক্যান
তোর উদ্বৃত্তটা দিয়ে দে।
নিয়ম মানছেনা ইটের ভাটা
নিয়ম মানছেনা বড় পুকুরিয়া
খাদ্যশস্যে বিষ প্রতিক্রিয়া
- এর কুফল ভুগছে কে?
তোরা আরো সতর্ক হ!
যে জলবায়ূ গাছপালার প্রাণ
যে জলবায়ূ পশুপাখির প্রাণ
যে জলবায়ূ মানুষের প্রাণ
সেথায় আজ ক্যান্সারের ঘ্রাণ
তোরা আরো সতর্ক হ!
দে ধাওয়া দে বুদ্ধি দিয়ে
দূর্নীতিবাজ-সন্ত্রাস নেশাগ্রস্তদের
আন ওদের ভোরের আলোয়
ঘনকুয়াশা আঁধারে ডুবাচ্ছে।
দে জ্বেলে দে জোড়েসোরে দে
তোর সুপ্ত চেরাগটিকে-
আলোকবর্তিকা জ্বলবে দিব্বি
সারা বিশ্ব জুড়ে।
দে ছড়ে দে এখুনি ছড়ে দে
আর না দেরি করে-
কার অপেক্ষায় আছিস চেয়ে?
তুই তো- সেই ছেলে!
তোর ভেতরেই লুকিয়ে আছে বিশ্ব-মানবতা
তোর হাতেই মৃত্যু হবে মিথ্যে-লালসা
তোর হাতেই জয় পাবে বিশ্ব আর এক দফা
তোর সাথেই অধিকাংশ- ভয় ভুলে যা।