ঘরে ঘরে নামায পড়ে
হত্যা করি সকলে মিলে একত্রে
উশৃঙ্খল প্রাণঘাতি করোনাকে,
দুহাত তুলে অঝোরে কেঁদে
করোনাকে কবর দেই চিরতরে
পাপের জন্য চাই আজ ক্ষমা
আমরা আর করবনা গুনাহ-
মার্জনা কর হে দয়াময় খোদা
দু'হাতে যদিও গুনাহের বোঝা।
জাতির জন্য কাংগালের এই দোয়া
পৃথিবী হতে ধ্বংস কর করোনা
নিষ্পাপ পাপী তাপী যেই হই না;
হিন্দু বৌদ্ধ খৃষ্টান অজানা অচেনা।
ঘরে ঘরে সকলে কোরআন পড়ে
রাসূলের যুগ সবাই আনি ফিরে
মানবতার হাত আরও করি প্রসারিত
সাম্প্রতিক দাংগা হাংগামা স্তব্ধ।
বিশ্বনেতারা ফিরে আনো হিম্মত
সত্য বলার সাহসিকতা-
যেমন ছিলো সাহাবিদের জামানা,
রক্তাত্ত যুদ্ধ এখুনি কর নিঃশর্ত বন্ধ
আলোচনায় সকল মোকাবেলা।