হাত ধোবো বেশি বেশী পাক সাফ অতি জরুরি
একে অন্য থেকে নিরাপদ দূরত্বে থাকি
মসজিদে নামায কালামে কি ক্ষতি?
নামায পূরণ করে করোনা প্রতিরোধের শর্তাবলী।
পাপের জন্যে খোদার কাছে মাঙি যাচি
করোনা নির্মূলে প্রত্যেকে সহায়তা করি
নিজের ভূমিকা নিজেই রাখি;
ঈমানদারের জন্য করোনা পরীক্ষার মুখোমুখি।
প্রতিকারের চেয়ে প্রতিরোধ সহজ
নিশ্চিত করবো নিজের গরজ,
করোনা ছড়ায় চোখের পলকে
সুস্থ থাকবো নিজে- রাখবো অন্যকে।
নিয়ম কানুন মেনে চললে
করোনা কখনো পারেনা ছুঁতে
আর যদি ছুঁয়ে বসে
দ্রুত ছড়ে পড়ে তবে বোঝার আগে।
অন্যকে বাঁচাতে পারলে নিজের রক্ষা তবে
সর্তক থাকবো সকলে আচার-আচরণে,
আবারও হাত ধোবো ঘরে প্রবেশের আগে
জামা-কাপড় সর্বদা পরিস্কার সযত্নে।
হাঁচি কাশি এলে চেপে ঢেকে নেবো মুখ
শ্যাতশ্যাতে ঠান্ডা ছেড়ে রৌদ্রের সুখ
ব্যবহার শেষে মাস্ক তখনই ফেলবো পুড়ে
পানাহ চাবো হৃদ চিত্তে একমাত্র খোদার কাছে।