ডানা মেলে বর্ষি চরে
আঁখি ঢেলে ভিড় দোলে
ভাবি কনে ভাবে ভাবে
পুঁই লাউ শিম তোলে।
বরের এমন মুকুট হবে!
বরের এমন ভূবন হবে!
বরের এমন ভাব হবে!
বরের এমন টান হবে;
আমার নোলক কেশ পানে
আমার টিপের ছন্দ ক্ষণে
আমার মনের ভেতর মনে
আমার ছোট্ট দিঘির জলে।
নানা ভাব চাঁদের সাথে
ভোর-সন্ধ্যা-মধ্য রাতে
জুই হেনা শাঁয় তাতে
টুনটুনি বুলবুলি দোল খেলে
লেবু পেয়ারা বকুল ডালে
দেখা যাবে দেখা যাবে
বর আগে আসুক ঘরে -
আমরা আছি ডালা সেজে।
ঘটক বুঝে খুঁজে খুঁজে
আনল এক বীর ধরে
চিরতা তার প্রীত পেয়ে
দৃঢ়তা সব পেলো মুঠে।