তোমাকে দেখে যদি ওই দূর নীল আকাশের চাঁদ হাসে
তবে তুমি বুঝে নিও আমি এখন শুধু তোমাকেই দেখছি
তোমাকে দেখে যদি তারাগুলো ঝলঝল করে
তবে বুঝে নিও আমি তোমার সাথে এখন গোল্লাছুট খেলছি
তোমাকে দেখে যদি সূর্যের কিরন কিছুটা হলেও আচড় ফেলে
তবে তুমি বুঝে নিও আমি এখন জরুরি কাজে ব্যস্ত আছি।
তোমাকে দেখে যদি গাছের পাতা নিজেরা নিজেরা কথা বলে
তবে বুঝে নিও তোমার হারানো স্মৃতির পর্যালোচনা করছি
তোমাকে দেখে যদি নদীর জল আচমকা ঢেউ তোলে
তবে বুঝে নিও আমি তোমার হৃদয়ের কোনে ঢুকতে পেরেছি
তোমাকে দেখে যদি পাখি কিচিরমিচির করে
তবে তুমি বুঝে নিও আমি তোমায় নিয়ে এখন কবিতা লিখছি।
তোমাকে দেখে যদি হাসনাহেনারা অবিরত সুবাস ছড়ায়
তবে তুমি বুঝে নিও আমি তোমার মাঝেই লুকিয়ে আছি
তোমাকে দেখে যদি কলমিলতা হেলেঞ্চা ডগা দোলায়
তবে বুঝে নিও আমি আরো এক ধাপ এগিয়ে গেছি
তোমাকে দেখে যদি গাঢ মেঘ মুখ ভার করে
তবে তুমি বুঝে নিও আজ হয়ত একটু আধটু কষ্টে আছি।
তোমাকে দেখে যদি মেঘ বৃষ্টি হয়ে জমিনে ঝরে
তবে তুমি বুঝে নিও দুজনের দূরত্বের ব্যবধান কমাতে পেরেছি
তোমাকে দেখে যদি ফেরিওয়ালা এগিয়ে আসে
তবে তুমি বুঝে নিও তোমার পছন্দের চুরি ফিতে কিনতে পাঠিয়েছি
তোমাকে দেখে যদি সাগরের তরঙ্গ উচ্চ মাত্রায় ওঠে
তবে ঠিক বুঝে নিও আজ আমি তোমার প্রেমে বেশি হাবুডুবু খাচ্ছি।