বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
মনের ভেতর ইচ্ছে ওড়ে
টই-টুম্বর দীঘির পাড়ে
বর্ষি হাতে চাদের সাথে
রাত-বিরাতে যে আপ্লুত করে
কই পুঁটি খলে ভরে
কালো জাম গাছের নিচে
বিকেল হবে দুপুর গড়ে।
দিন গুলি আবার এলে ফিরে
রাখবো এবার লকারে ভরে
চাবি না হয় তুমিই নিলে
আঁচলে রাখলে শক্ত বেঁধে
শাপলা তুলব বিলে যেয়ে
তোমার খোপায় দেবো গুঁজে,
আমায় না হয় নাইবা দিলে
বকুল ফুলের মালা গেঁথে,
তোমার ওই কপাল জুড়ে
টিপ পড়াব চুপটি করে
যখন তুমি রইবে ঘুমে
শিমুল তলে টং পরে।
বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে
গভীর তীব্র ইচ্ছে করছে
সেই মানুষটির হাতটি ধরে
বৃষ্টিতে ভিঁজি আকাশ জুড়ে
কৃষ্টি আচার ভুলে যেয়ে
রংধনুর সাথে গেলাম মিলে ।