সকাল থেকে থোকা থোকা ছেড়া ছেড়া মেঘ
বৃষ্টি নামবে- বৃষ্টি নামবে-
অবশেষে এলে তুমি, তবুও কাটলোনা মেঘ।
ঘোমরা তোমার চোখ চিবুক
আজ চাদের হাসিটা ফিরে গেছে চাঁদে
রাঙা ঠোঁটে বৈশাখি ঝড়, কপালে মলিন তারা
মান করেছো বুঝি!
কথা দিয়ে কথা রাখিনি বলে।
আর এমনটা হবেনা ও-গো
এই দেখো; কান ধরে তিন চিমটি?
এবার একটু হাসো, চাদকে দেখি!
চলো- ছাদে যাই ... ... ছাদে,
(হাত রেখে কাঁধে)
ঘোমরা মুখেও কিন্তু বেশ ভালো লাগে তোমাকে
এবার একটু অমাবস্যা হও দেখি- কেমন লাগে!
খুব, খুব বেশী দুষ্টমি হচ্ছে বুঝি;
অ্যাঁ ... অ্যাঁ ... অ্যাঁ ... ...
অন্যকে কষ্টে রাখতে বেশ মজা পাও- তাইনা।
রবিবার
০১ কার্ত্তিক, ১৪২৩
১৬ অক্টোবর, ২০১৬
১৩ মহরম, ১৪৩৭
ভালুকা, ময়মনসিংহ