বৃষ্টি আসছে- বৃষ্টি যাচ্ছে-
চোখ পুড়ে জল থই থই হচ্ছে
খোলা মাঠে হোলা ব্যাঙ
থেকে থেকে গাইছে;
এবার বৃষ্টিতে নদী নালা উপছে
ঘেরের মাছ সব বাইরে আসছে।
চাষা ভাইয়ের তাই হাত গালে
কিষাণীর মাথা টলে;
দু’দিন আগে কাটলে ধান
পোলা-মাঁই খানিক বাঁচত শান,
কাঁচা খড় পেতো গরু ভেড়া
হয়ত হতোনা তাতে নয়া জামা,
আশা ভরসা আজ স্রোতে ভাসছে
অনুকূলে নয় তা -প্রতিকূলে।
বৃষ্টি আসছে- বৃষ্টি যাচ্ছে-
গরু-মেষ-ছাগ গোয়ালে কাঁদছে,
ফুঁসে ফুঁসে ফাঁপরে জাবড় কাঁটছে
কতদিন হচ্ছে- বৃষ্টি না থামছে,
লাল মোরগটা কি পীড়িত তবে
ডাকছেনা যে আর ভোর হলে।
বৃহস্পতিবার
১৮ জৈষ্ঠ, ১৪২৪
০১ জুন, ২০১৭
০৪ রমজান, ১৪৩৮
ভালুকা, ময়মনসিংহ।