আজ এই বর্ষা চাদে তোমায় বর্ষা শুভেচ্ছা
সিন্ধুক খুলে বলবো আমার মনের জমানো কথা
তুমি ছিলে আমার স্বপ্নিল-অলিক এক বাদশাহ
তুমি ছিলে আমার মধ্যরাতের আখি-কাজল,
তুমি ছিলে আমার সুখের সুপ্ত সলিল জল
তুমি ছিলে আমার কূয়াশা ভরা সোনালী সকাল।
তুমি ছিলে আমার নিসুতি রাতের ধ্রব তারকা
তুমি ছিলে আমার বিরহের- এক সাগর দুরাশা
তুমি ছিলে আমার অর্ধফোঁটা একটা ফুলের কলি
তুমি ছিলে আমার মরুভূমির টগবগ জ্যান্ত প্রতিচ্ছবি
তুমি ছিলে আমার এগিয়ে চলার দূরন্ত আবেগ
তুমি ছিলে আমার অদ্যকার এক বর্ষা অনুরাগ।





মঙ্গল বার
২৭ আষাঢ় ১৪২৪
১১ জুলাই, ২০১৭
১৬ সাওয়াল ১৪৩৮

গাজীপুর, ঢাকা