বৃষ্টি নিয়ে এসেছিলে এতদিন
আজ আনলে বন্যা
আমার চোখে না দেখলে নদী
তোমার আকাশে কি তারা ওঠে না!
তোমায় কি সমুদ্রের উথাল পাতাল
সুবলাং ঝর্ণার কলকল তাল
কুয়াকাটার সূর্যাস্ত, সূর্যোদয়-
মনের অজান্তে করেনা আহ্বান।
তোমায় কি বাবুইয়ের বাসা
টিয়ের ঠোঁট কাঁপানো কথোপকথন
ময়ূরের পেখম মেলানো নাচ
কোকিলের অভিবাদন-
মাধবকুণ্ড, হামহাম, খৈয়াছড়া-
করেনা তোলপাড় আনচান।
তোমায় কি মেঘলা আকাশ
রঙধনুর সাত রং
বিমোহিত প্রারম্ভে ভাঙায় না ঘুম।