বহুদিন পর শুনলাম আজ
ফজরের আগে মোরগের ডাক
কাকের কা-কা-কা কাক,
জলিল মুয়াজ্জিনের এত সুমধুর স্বর!
শহরে তো কালিমদের হাজার আযান শুনি।
বহুদিন পর দেখলাম আজ
কাত কাত করে খোয়ার থেকে বিলে উড়ছে
সারি সারি ঝাঁকে ঝাঁকে হাঁস।
বহুদিন পর দেখলাম আজ
বিলের ও পাড়ে ও-গাঁয়ে উঠছে নতুন কিরণ,
ঝকঝক চকচক সুপারি খোসা দাতের মাজন।
বহুদিন পর দেখলাম আজ
বিস্তৃত সবুজ ধান ক্ষেত
আঁকাবাঁকা কাঁচাপাকা মেঠোপথ,
মহিষ ঘোড়ার গাড়ি রিকসা সাইকেল।
বহুদিন পর ছুঁইলাম আজ
প্রিয়ার বিলাসি দক্ষিণা হাত;
কাগজি, পেয়ারা, তুলসি।
বহুদিন পর পেলাম আজ
বুক ভরা নির্মল ঝিরঝির দক্ষিণা হাওয়া,
সর্বাধিক প্রাণ জুড়ে সংরক্ষন তাই,
জানিনা আবার কবে আসতে পারবো
তোমার মুগ্ধ স্নেহ-মায়ার কাছাকাছি।
বহুদিন পর দেখলাম আজ
জোনাক ভরা সন্ধ্যা রাত,
এলোকেশি গোলাপ হাসনাহেনারা রজণি।
স্রোতের কলকল আবেদন নিবেদন
কি করে আমায় ভুলে থাকো এতদিন
তোমার আমার কি এমন অভিমান?
এখানে সবাই সমান
ঘর গুলো নয় উঁচুনিচু, কবর মনন,
ভুল বোঝাবুঝি! মার্জিত সমাধান।