চুলগুলো তোমার অনেক বড়
মুখটা লুকাও কেন?
হাতের কনুই দেখেই বুঝেছি
আজ চাঁদ এলোমেলো।
রোজ সকালে চেয়ে থাকি
উপর থেকে নিচে;
কখন উঠানে বাঁধবে চুল
ও বাওলি মেয়ে।

চুপটি করে আকাশ পানে
যখন তুমি চাও!
তোমার সাথে আর কে দেখে
টের কি তুমি পাও?
ইকরি বিকরি খেলার ছলে
ঘুরাঘুরি ফাও!

পেয়ারার নিচে মুখ ফিরিয়ে
উল্টো কেনো বসো
চোখে চোখে চোখ পরলে
দোষ কি তাতে বলো?
শিম ফুঁটেছে লাউ ফুঁটেছে
আর ফুঁটেছো তুমি
তাই তো ওগো পায়রার খোঁজে
মিথ্যে বিবাদী আমি।

আরাম কেদারা শূণ্য ঘরে
পূণ্য করে যাও,
নয়ত আমায় তোমার উঠানে
মোড়া পেতে দাও।


সোমবার
২১ ফাল্গুন ১৪২৪
০৫ মার্চ ২০১৮
১৬ জমাদিউস সানি ১৪৩৯
ভালুকা, ময়মনসিংহ।