শব্দের তুলিতে আমি কবিতা সাঁজাই
ভাত মারিনা কারো
সত্য-মিথ্যে যথাযথ বলি
তাই কি আমায় মারো ?
সাদামাটা আমি সুবোদ ছেলে
তাই কি এত নাড়োচাড়ো।
আমার হৃদে কোনো শত্রু নাই
তবু কেনো মিছে দোষো
দেশকে আমি ভালোবাসি
জান চাইলে দেবো;
তবুও আমি এ দেশ ছেড়ে
যাবোনা অন্য কোথায়ও !
তবুও আমি জালিমের কাছে
নোয়াবোনা আমার মাথা
তবুও আমি মীরজাফরের হাতে
মিলাবোনা আমার হাত
তবুও আমি শিমারের কাছে
দমাবোনা আমার মত
তাতে যদি এই প্রাণ যায় যাক।
তবুও আমি আপোস করে
হবোনা কারা মুক্ত
গোপনে গোপনে আঁতাত করে
দেখতে চাইনা মেকি সূর্য,
এ মাটির সাথে বেঈমানি করলে
আমি হবো অভিশপ্ত ।